Image

সাতক্ষীরা-৪ আসনে নৌকার মনোনয়নপ্রাপ্ত আতাউল হক দোলনকে গণসংবর্ধনা

শেখ ইকবাল আলম বাবলু, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এস,এম আতাউল হক দোলন সাতক্ষীরা ৪ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২৮ নভেম্বর) বেলা তিনটায় কালিগঞ্জ কাকশিয়ালী ব্রীজ সংলগ্গ বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত ২৬ নভেম্বর বাংলাদেশ আওযামীলীগ ঘোষিত চুড়ান্তভাবে শ্যামনগার উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন সাতক্ষীরা ৪ আসনের (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) দলীয় মনোনয়নপ্রাপ্ত হয়ে প্রথমবারের মত নির্বাচনী এলাকায় পৌঁছালে হাজার হাজার মানুষের ঢল নামে। কালিগঞ্জের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মেনাজাত শেষে সভাস্হলে পৌঁছালে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচছা জানান। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলি মুন্শীর সভাপিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস,এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী,সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাজী কাহফিল আরা সজল, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, শ্রমিকলীগের সভাপতি শাহজালাল প্রমুখ।