সৈয়দপুরে পোষা কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত নারী হাসপাতালে, প্রতিবাদে সড়ক অবরোধ
- Dec 14 2025 13:03
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে একটি জর্দা ফ্যাক্টরীর মালিকের পোষা বিদেশী কুকুরের আক্রমনে মুক্তা রিনা (২৮) নামে এক নারীর শরীর ক্ষতবিক্ষত হয়েছে। বর্তমানে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় উল্টো ফ্যাক্টরী মালিকসহ তার লোকজন ভুক্তভোগী পরিবারের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী ওই ফ্যাক্টরী মালিকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে। খবর পেয়ে থানা পুলিশ সেখানে যাওয়ার আগেই ফ্যাক্টরী মালিক আয়েশা সিদ্দিকা ওরফে নেপালী পালিয়ে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে ফ্যাক্টরীর ম্যানেজার আইযুব আলী (৫৫) কে আটক করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের উপকন্ঠ বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে মুক্তা রিনা সৈয়দপুর বিমানবন্দরে একটি কোম্পানির নিরাপত্তা বিভাগে কর্মরত রয়েছেন।শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার জন্য তারই বাড়ির পাশে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে রিক্সাভ্যানের জন্য অপেক্ষা করছিল। এ সময় পাশেই জর্দা ফ্যাক্টরীর ৪ টি জার্মান শেপার্ড শিকারী কুকুর তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে উঠার আগেই কুকুরগুলো তাকে আক্রমন করে। এতে তাঁর শরীরের বিভিন্নস্থানে কামড় দিয়ে মাংস উঠিয়ে আনে। এমনকি মাথায় আক্রমন করে কুকুরগুলো। এতে কুকুরের কামড়ে মারাত্মক ক্ষতবিক্ষত হয়ে লুটিয়ে পড়ে মাটিতে মুক্তা রিনা। বিষয়টি টের পেয়ে লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রয়েছে।
এমন ঘটনায় এলাকাবাসী সৈয়দপুর পার্বতীপুর সড়ক অবরোধ করে জর্দা ফ্যাক্টরী মালিকের বিচার ও মুক্তা রিনা বেগমের সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এসময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী সাধারণ।
আহত মুক্তা রিনার চাচা নুরে আলম বলেন, ঘটনার পরেই পরিবারের লোকজন জর্দা ফ্যাক্টরী মালিক আয়েশা সিদ্দিকা নেপালীর কাছে গেলে তিনি তাদের সাথে অশোভন আচরণ করে উল্টো বলেন আমি প্রয়োজনে আরও হিংস্র প্রাণী সিংহ, কুমির এনে পুষবো। এতে স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের সাথেও উগ্র আচরণ করেন ওই ফ্যাক্টরী মালিক ও তার লোকজন। এসময় আমার দুই ভাতিজা রেজওয়ান ও মেজবাহের উপর হামলা চালায়। তাই বাধ্য হয়ে তার বিচারের দাবিতে আমরা আজ সড়ক অবরোধ করেছি।
এলাকার প্রতিমা রানী নামে একজন বলেন, এর আগেও কুকুরগুলোর আক্রমণের শিকার হয়েছেন একাধিক লোকজন। এনিয়ে আবাসিক এলাকায় যেন তার কুকুরগুলো না যেতে পারে সে ব্যবস্থা নেয়ার কথা বলেছি। কিন্তু তিনি প্রতিদিনই রাতে কুকুরগুলো ছেড়ে দেন এবং সকালে ধরে আটকে রাখেন। স্থানীয়দের অভিযোগ কুকুরগুলোর কারণে আমরা চরম আতঙ্কে দিনাতিপাত করি। মুক্তা রিনার ওপরে যেভাবে আক্রমন হয়েছে, তাতে আমাদের আতঙ্ক আরও বেড়ে গেছে।
এদিকে অবরোধের সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সৈয়দপুর থানার এস আই মনিরুজ্জামান মনির বলেন, মুক্তা রিনার পরিবার এ ঘটনায় বাদি হয়ে মালিক ও ম্যানেজারসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনের নামে মামলা করেছেন। এর প্রেক্ষিতে রোববার বেলা ১ টার দিকে ফ্যাক্টরীতে অভিযান চালাই। এতে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে ফ্যাক্টরী ম্যানেজার আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা চলছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আইযুব আলী নামে একজনকে গ্রেফতার করেছে।
আরো সংবাদ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
- Dec 14 2025 13:03
শ্যামনগরে পানির সহজলভ্যতা দাবিতে মানববন্ধন ও অ্যাডভোকেসী সভা
- Dec 14 2025 13:03
সৈয়দপুরে এমাদিয়া ফাউন্ডেশন'র উদ্যোগে ৫ শতাধিক রোগীর ফ্রি সেবা প্রদান
- Dec 14 2025 13:03
ডুমুরিয়ায় আল-হাবিব (সাঃ) ক্যাডেট স্কীম মাদ্রাসায় বার্ষিক সদস্য সন্মেলন
- Dec 14 2025 13:03
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





