
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী
- Jul 04 2024 16:17
মাসুদ পারভেজ: বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। তিনি বসন্তপুর নদীবন্দর উদ্বোধন করেছেন মানেই এটা হয়ে গেছে। ইতিমধ্যেই ভারতের মধ্যেও কথা ও কাজ চালিয়ে যাচ্ছেন এবং অচিরেই উন্নয়ন প্রকল্প শুরু হবে।
বৃহস্পতিবার (৪ জুলাই( বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটি আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে সূধী সমাবেশে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের কল্যাণে সম্প্রতি দুই দুইবার ভারত সফর করেছেন। সেখানে ট্রেন, বিমান ও নৌ চলাচল করার পদক্ষেপ গ্রহণ করেছেন। ভারত যুদ্ধকালীন সময়ে আমাদের সহযোগিতা করেছিল। ভারতের ১৭ হাজার সেনা এদেশের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন। একারণেই আমাদের বন্ধুত্ব অটুট রাখতে চাই। তাই বলে আমরা দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিচ্ছি না।
সূধী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি স্বেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক।
স্বাগত বক্তব্য রাখেন বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আহবায়ক এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআইডব্লিউটিএর সদস্য রাফিউল হাসান প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন।
এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ভোমরা সিএন্ডএফ এর সভাপতি কাজী নওশাদ দেলাওয়ার রাজু, সেক্রেটারী মাকসুদ আলী, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মোজাহার হোসেন কান্টু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও উপজেলা আ'লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হকের মৃত্যুতে সৈয়দপুরে স্মরণসভা
- Jul 04 2024 16:17
‘ভুয়া তথ্য’ রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- Jul 04 2024 16:17
অবশেষে উন্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুরে খাস খাল
- Jul 04 2024 16:17
সৈয়দপুর রেলওয়ে কারখানায় চুরি, রেল কর্মচারী গ্রেফতার
- Jul 04 2024 16:17
সৈয়দপুরে দিনেদুপুরে বাসার ভেতরে এক নারীকে হত্যা
- Jul 04 2024 16:17
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July