সাতক্ষীরার শ্যামনগরে সেবা দানকারী প্রতিষ্ঠানের সমন্বয় সভা
- Dec 17 2025 12:34
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান একশন এইড বাংলাদেশের (এএবি) আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান , শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, স্থানীয় জলবায়ু বিষয়ক উপদেষ্টা কমিটির প্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, একশনএইড বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। প্রগতি প্রকল্পের কৃষি কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব-এর সঞ্চালনায় সভার উদ্দেশ্য বর্ননা করেন একশনএইড বাংলাদেশ, এলআরপি কো-অর্ডিনেটর, মোঃ আব্দুল কাইয়ূম, প্রকল্পের লক্ষ্য অগ্রগতি এবং এ পর্যন্ত অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ, প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মোঃ আছের আলী ।
একশন এইড বাংলাদেশ, একশন এইড অস্ট্রেলিয়া (ডিএফএট দ্বারা অর্থায়িত) শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিউনিটি ভিত্তিক উদ্যোগ (প্রগতি) নামে প্রকল্পটি রমজাননগর ইউনিয়নে মান সম্মত কার্যক্রম বাস্তবায়ন করেছে । প্রগতি ক্লাইমেট হাব একটি বহুমুখী সেবা প্রদানের প্রাণ কেন্দ্র। এই বহুমুখী কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে ও প্রান্তিক নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। ফলে শ্যামনগরের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রকল্পে যার যার জায়গা থেকে কার্যক্রমে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আরো সংবাদ
সাতক্ষীরার শ্যামনগরে সেবা দানকারী প্রতিষ্ঠানের সমন্বয় সভা
- Dec 17 2025 12:34
সৈয়দপুরে বিজয় দিবসে দুস্থদের মাঝে সাবেক এমপির খাবার বিতরণ
- Dec 17 2025 12:34
শ্রদ্ধা ও ভালবাসায় সৈয়দপুরে মহান বিজয় দিবস উদযাপন
- Dec 17 2025 12:34
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





