আশাশুনির শ্রীউলায় ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ
- Nov 05 2024 17:18
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪.৩০ টায় ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আল আমিন ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, জেলা যুবদল সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জজ কোর্টের জিপি অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা সদর বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষক দলের সভাপতি আহছানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, জেলা ছাত্রদল আহবায়ক শরিফুজ্জামান সাদী, মমতাজুল ইসলাম চন্দন, আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক আসিফুর রহমান তুহিন, সদর বিএনপি সেক্রেটারী প্রভাষক আতাউর রহমান, আশাশুনি বিএনপি সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, আশাশুনি বিএনপি সিনিঃ যুগ্ম আহবায়ক শাহরিয়ার জামান, যুগ্ম আহবায়ক খায়রুল আহসান, যুগ্ম আহবায়ক এপিপি এড. গোলাম গনি দুদু, যুগ্ম আহবায়ক খালিদুজ্জামান টিপু, যুবদল আহবায়ক শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দল সিনিঃ যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, উপজেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার কচি, কৃষক দল কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, জিয়া পরিষদের সেক্রেটারী জি এম আল ফারুক, শ্রীউলা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, শ্রীউলা যুবদল যুগ্ম আহবায়ক দীন মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি শেখ তরিকুল হাসান বিগত ১৫ বছরে এবং ৫ আগষ্ট আন্দোলনের সময় শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি শ্রদ্ধা এবং সুস্থতা কামনা করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বহু মায়ের বুক খালি করেছে। আওয়ামীলীগের দুঃশাসনের কথা বলে শেষ করা যাবেনা। আজ তার দুঃশাসন শেষ হয়েছে। পুলিশের নির্যাতন ছিল সীমাহীন। আজ তাদের নির্যাতন নেই। কারান্তরে নির্যাতন ছিল নির্মম। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারান্তরিত করে রেখেছিল। সুচিকিৎসার সুযোগ দেয়নি। আজকে আমার নেত্রী অসুস্থ থাকলেও দেশের মাটিতে বসবাস করছেন। আর খুনি হাসিনা দুপুরের খাবার না খেয়ে বিদেশে পালিয়েছে। তার দাফন দেশের মাটিতে হবে কিনা জানিনা। তিনি সকলকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশকে অস্থিতিশীল ও শান্তিময় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি সাতক্ষীরা বিএনপির সদস্য আবুল হাসান হাদী বলেন, নব্য সন্ত্রাসীরা ঘাপটি মেরে থেকে সুযোগ বুঝে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। নাম উল্লেখ না করে তিনি বলেন, বিগত দিনে অনেক বিএনপি নেতাকর্মীকে মিথ্যা মামলায় ঢোকানোর মাষ্টার মাইন্ড আশাশুনির এক চেয়ারম্যান। আরও একজন মাস্টার মাইন্ড আশাশুনিতে আছে, তিনি এখন বিএনপির বড় নেতা। আপনারা সাবধান হয়ে যান, অন্যথায় পিঠের চামড়া থাকবেনা বলে তিনি হুঁশিয়ার করে দেন।
বিশেষ অতিথি আইনুল ইসলাম নান্টা বলেন, খুন জখম হুমকী আওয়ামীলীগের কাজ। আ'লীগের দুষ্টচক্র ভোলপাল্টে এখন বিএনপিতে আশ্রয় নিচ্ছে। তারা সন্ত্রাশ নাশকতা, মিছিলে বাধা দেওয়াসহ অপকর্মে জড়াচ্ছে।
বিশেষ অতিথি জিপি অসীম কুমার মন্ডল বলেন, বিশ্ব ইতিহাসে একই মামলায় সর্বোচ্চ ৭০ বছর সাজাপ্রাপ্ত ব্যক্তি হাবিবুল ইসলাম হাবিব আর সর্বোচ্চ মামলার আসামী শেখ তারিকুল হাসান। তিনি বলেন, আওয়ামীলীগ দেশের হিন্দুর সংখ্যা ১৫% থেকে ৮% এ নামিয়ে এনেছে। বিএনপি একটি অসাম্প্রদায়িক দল।
আরো সংবাদ
জাতীয় সরকারে বিএনপির ‘না’, গুরুত্ব জাতীয় ঐক্য ও রোডম্যাপে
- Nov 05 2024 17:18
সুনামগঞ্জে সালিশ করতে গিয়ে যুবক খুন, আটক ৪
- Nov 05 2024 17:18
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Nov 05 2024 17:18
১৫১ রাজাকারকে গুলি করে হত্যার মধ্য দিয়ে পতন ঘটে কপিলমুনি রাজাকার ঘাঁটির
- Nov 05 2024 17:18
শ্যামনগরে গণদাবির মুখে জবরদখল মুক্ত হলো ১৩ একর জমি
- Nov 05 2024 17:18
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July