Image

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সৈয়দপুরে বিএনপি ও ছাত্রদলের দোয়া মাহফিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: অন্যায়ের কাছে হার না মেনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন  আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সৈয়দপুরে মিলাদ ও দোয়া করেছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন। এছাড়া  ছাত্রদলও দোয়া মাহফিলের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেছে। 

শুক্রবার (২ জানুয়ারি) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে বাদ নামাজে মাগরিব ওই কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। 

বিএনপি ঘোষিত সপ্তাহব্যাপী শোক পালনের অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, শামসুল আলম, হাজী আওরঙ্গজেব, জিয়াউল হক জিয়া, কাজী একরামুল হক, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী, বিএনপি নেতা হাফিজ খান, আবু সরকার, শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, সৈয়দপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, সৈয়দ নাদিম রেজা, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান,  জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু , সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড চৌধুরী টিটু, জেলা তাঁতীদলের আহবায়ক আনিছ আনসারী, সদস্য সচিব জুয়েল বাবু, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেনসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা, কিশোরগঞ্জ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। এছাড়া শ্রমিক দল, জাসাস,জিয়া মঞ্চ, জিয়া পরিষদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ, ওলামা দল,মহিলা দলের নেতাকর্মী মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দল নেতা ক্বারী মাকসুদুর রহমান ও হাফেজ মাওলানা কাজী সাইদুল ইসলাম।

এদিকে শুক্রবার বাদ নামাজে জুম্মা বিভিন্ন মসজিদ ও মাদরাসায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। বিভিন্ন পাড়া মহল্লায় স্থানীয় বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 

এরআগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বির আয়োজনে শহরের একটি মাদরাসায় কােরআন খানি ও মিলাদ মাহফিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র, সৈয়দপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক  শাহিন আক্তার শাহিন, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু , বিএনপি নেতা মোখলেসুর রহমানসহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 

এদিকে বিএনপি ঘোষিত সাতদিনের শোক কর্মসূচি পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। সেখানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষ শোক তাদের অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করছেন।