
সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jan 19 2025 17:01
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বনির্ভর বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি দিবসটি উদযাপন করে।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনায় সভায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য বলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী,
জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার , মহিলা বিষয়ক সম্পাদক গুলশান আরা বাবলী, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী মাকসুদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, বজলার রহমান, হাফিজ খান, মনোয়ার হোসেন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান জয়,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা বেগম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এরআগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরো সংবাদ
শ্যামনগরে পীর দাবি করা মিজানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল
- Jan 19 2025 17:01
স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলার আহবায়ক কমিটি অনুমোদন
- Jan 19 2025 17:01
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
- Jan 19 2025 17:01
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July