Image

ডুমুরিয়ায় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় মহান মে দিবস ও বাংলাদেশ  জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা সংগঠনের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ মশিউর রহমান লিটন ও বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের এর সঞ্চলনায় বক্তব্য রাখেন আবু বক্কার মোল্যা,আবুল হালিম শেখ, প্রনব বিশ্বাস, আসলাম শেখ, ইমরান শেখ, মশিউর রহমান শেখ, আলাউদ্দিন শেখ প্রমুখ ।