Image

সার্চ কমিটি গঠনে অনিয়ম: কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের সার্চ কমিটিতে নির্যাতিত ত্যাগীদের অবমূল্যায়ন হওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩মে) বিকেল ৫টায় উপজেলা বিএনপি'র কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক কিসমাতুল বারী, সাবেক দপ্তর সম্পাদক ইপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবু, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ শিহাবউদ্দীন, সাবেক সদস্য সচিব আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুর রহমান আঙ্গুর, কুশলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ রবিউল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলিম আল রাজী তাপস, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, উপজেলা বিএনপির সাবেক সদস্য হাসনাত, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক খান জিন্নাত আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সদ্য ঘোষিত কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন বিএনপি সার্চ কমিটিতে ত্যাগী পরিশ্রমী ও নির্যাতিতদের অমূল্যায়ন করে আওয়ামী দোসরদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল ইউনিয়ন সার্চ কমিটিতে মামলা-হামলায়  নির্যাতিত ত্যাগী পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্তি করতে হবে এবং আওয়ামী দোসরদের কমিটি থেকে বাদ দিতে হবে।