Image

সৈয়দপুরে উপজেলা ও পৌর যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। 

সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো.বিল্লাল হোসেন তারেক।

জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমুখ। 

কর্মীসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন তারেক বলেন, শহীদ জিয়ার চিন্তা চেতনা যেমন দেশের উন্নয়ন আর জনগনকে নিয়ে ছিল, তারই (শহীদ জিয়া) মতো চিন্তা চেতনা রয়েছে আমাদের অভিভাবক তারেক রহমানের মাঝে। দেশের রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা জনগন খুব ভালোভাবেই নিয়েছে। এজন্য তিনি জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছেন উল্লেখ করে কেন্দ্রীয় যুবদলের ওই নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আতঙ্ক ছিলেন তারেক রহমান। এ কারণে তাঁকে নিয়ে অসংখ্য ষড়যন্ত্র করা হয়েছ। ,বিএনপিসহ যুবদল ছাত্রদল ছাড়াও বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপরে চালানাে হয়েছে হামলা, দেওয়া হয়েছে মামলা।

এমনকি গুম ও খুনেরও শিকার হতে হয়েছে শতশত নেতাকর্মীকে। তারপরেও বিএনপির নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ছিল শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সৈনিকেরা।   

তিনি বলেন, আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, তার মানে এই  নয় যে, আমাদের আন্দোলন শেষ হয়েছে। গনতন্ত্র পুনরুদ্ধারে আমাদেরকে মাঠে থাকতে হবে। আমাদের অভিভাবক প্রিয় নেতা  তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। এজন্য যুবদলকে আরও গতিশীল করে যে কোন অপশক্তির মোকাবেলায় প্রস্তুুত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, প্রতিহিংসা নয়, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মোকাবেলা করতে হবে সকল অপশক্তির।   

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু ও সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন মেনন, সুজাল হক সাজু, কামরান উদ্দিন, নাঈম সরকার, তানভির আনিস, যুবদল নেতা মাহফুজ রেজা,  আব্দুস সালাম,আমজাদ হোসেন টিটু,আব্দুর রহিম,দেলওয়ার হোসেন,জাহিদ হোসেন,মোস্তফা তালুকদার,মাসুম, রাজু প্রমুখ।  এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মীসভা চলছিল।

কর্মীসভায় জেলা যুবদল ছাড়াও, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।