Image

পাইকগাছা উপজেলার ৩ কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের পাইকগাছা উপজেলার ৩ কলেজ শাখার কাউন্সিল মঙ্গলবার সকাল ১০ টায় কপিলমুনি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে অনুষ্ঠিত কাউন্সিলে কপিলমুনি কলেজ সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান মাসুম ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাফিস, পাইকগাছা সরকারি কলেজ সভাপতি জি এম রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক আসিফ সরদার, শহীদ আয়ুব ও মুসা ডিগ্রি কলেজ সভাপতি ছাব্বির রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ নির্বাচিত হয়েছেন। উক্ত কাউন্সিল অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এ সময় জেলা জেলা আহ্বায়ক বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা যেকোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর আমার দলের কেউ যদি অপরাধমুলক কাজে জড়িত থাকে তার দ্বায়ভার দল নিবেনা। কেউ যদি এমন করে থাকে সরাসরি আমাকে জানাবেন আমি তার বিরুদ্ধে ব্যাবস্থা নেব। দলের দুর্নাম হয় এমন কোন কাজ না করার জন্য দলীয় নেতা কর্মীদের সতর্ক করেন তিনি। তিনি সাংবাদিক দের উদ্দেশ্য করে বলেন,আপনারা সমাজের অসংগতি তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করেন। বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশা অনুযায়ী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন যেখানে থাকবে আইনের শাসন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়।   কপিলমুনি  ছাত্রদলের কলেজ সভাপতি মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে ও আল-আমিন গাজীর পরিচালনা অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাফি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান, শাহেদ হাসান, সাবেক খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সহ-সভাপতি মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদ আদল, যুগ্ম-সম্পাদক হারুনার রশিদ সজিব সহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথি খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শেখ ইমাদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিকদের  সৌজন্য সাক্ষাত করেন।