
খালেদা জিয়ার ভাগিনা শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ
- Apr 30 2025 10:08
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগিনা ও নীলফামারী -১ আসনের সাবেক সংসদ সদস্য, গোটা নীলফামারী জেলা বিএনপির অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সৈয়দপুর জেলা বিএনপি। মঙ্গলবার ( ২৯ এপ্রিল) রাতে ওই কর্মসূচি পালন করে দলটি।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক দুটি মামলায় ঢাকার আদালতে ওইদিন সকালে আত্মসমর্পণ করেন ইঞ্জিনিয়ার তুহিন। পরে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করা হলে আদালতের বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট বোন সেলিনা ইসলামের ছেলে শাহরিন ইসলাম তুহিনের জামিন না মঞ্জুরের সংবাদটি জানতে পেরে নীলফামারী জেলাসহ সকল উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে বিএনপি নেতা শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জননেতা শাহীন আকতার শাহীন, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম লালবাবু, প্রচার সম্পাদক আবু সরকার,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সৈয়দপুর জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, কাজী একরামুল হক, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবি দল, তাঁতীদল, মহিলা দল, শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দাবিতে নীলফামারী জেলা সদর ছাড়াও জেলার অন্যান্য উপজেলাতেও কর্মসূচি পালিত হয়েছে।
আরো সংবাদ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৩ বখাটে গ্রেপ্তার
- Apr 30 2025 10:08
সৈয়দপুরে সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর
- Apr 30 2025 10:08
কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
- Apr 30 2025 10:08
সার্চ কমিটি গঠনে অনিয়ম: কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিবাদ সভা
- Apr 30 2025 10:08
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July