Image

সৈয়দপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের রুপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে জনকল্যানে রাজনীতি করডে হবে। বিএনপিকে ভালবাসতে হবে, যারা দলকে ক্ষতিগ্রস্থ করার কর্মকাণ্ডে লিপ্ত থাকবে তাদের কোন ছাড় দেওয়া হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দলকে গতিশীল করতে শুক্রবার (২৭ জুন) রাতে সৈয়দপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সন্মেলনে বক্তারা ওইসব কথা বলেন। শহরের অফিসার্স কলোনী লায়ন্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন হাউদা মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। দীর্ঘ কয়েক বছর পর হওয়া এ সন্মেলনে দলের সার্বিক বিষয় নিয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক জননেতা শাহীন আকতার শাহীন। পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি যথাক্রমে জিয়াউল হক জিয়া, কাজী একরামুল হক, আমিনুল ইসলাম সর্দার ও হাজী মো. আওরঙ্গজেব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু।

সম্মেলনে বক্তারা আরও বলেন, বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য বিএনপি আন্দোলন করেছে। গুম খুন,হামলা,

মামলা নির্যাতনের মধ্যেও বিএনপি আন্দোলন চালিয়ে গেছে। দেশবাসী এই আন্দোলনের ফল পেয়েছে ছাত্র- জনতার গনঅভ্যুত্থানেের মধ্যদিয়ে। তারা বলেন, সারাদেশে বিএনপির জনপ্রিয়তায় একটি মহলের ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামি নির্বাচনে যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে জন্য চলছে নানামুখী অপপ্রচার। নেতৃবৃন্দ ওইসব ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। তারা বলেন, কোন বিভেদ না রেখে দলের প্রতি দায়িত্ববোধ বাড়াতে হবে, দলের জন্য কাজ করতে হবে। জনগনকে সাথে নিয়ে আমরা এমন কাজ করবো, যাতে আমরা গর্ব করে বলতে পারি আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা বিএনপি কর্মী। মনে রাখতে হবে, বিএনপির সুনাম ক্ষুন্ন হোক এমন কোন কর্মকাণ্ডে জড়িত থেকে যাবে,দলকে যারা ক্ষতিগ্রস্থ করবে, তাদেরকে ছাড় দেওয়া হবেনা এটা তারেক রহমানের নির্দেশ। আমরা তার নির্দেশ পালন করবো, বলেন তারা',।

পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সহ সভাপতি যথাক্রমে আবু সাইদ, রুহুল আমিন মির্জা, আকরাম খান,  যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শরিফ রনি ও রাশেদ বাবু, সহ সাংগঠনিক সম্পাদক হোসেন গুড্ডু, প্রচার সম্পাদক সোহাগ প্রামাণিক, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জোবায়দুর ইসলাম মিন্টু, নজরুল ইসলাম লালবাবু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওসমান গনি,সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন বাদল,

সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন আরাফাতসহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী।

সম্মেলনের শেষ পর্যায়ে সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির আনোয়ার হোসেন হাবলুকে সভাপতি, রায়হান শরিফ রনিকে  সিনিয়র সহ সভাপতি, আমিনুল ইসলাম সর্দারকে সাধারণ সম্পাদক ও রানা আলমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।