কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
- Oct 27 2025 12:57
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন শাখার কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ত্যাগী, নির্যাতিত, নাশকতা মামলার আসামি ও কারাবরণকারী বিএনপি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার ব্যক্তিদের নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন ত্যাগী নেতা-কর্মীরা।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম ও আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন পলাশ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শেখ মজিদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তহিনুর ইসলাম, সাবেক নেতা কাজী মইনুল ইসলাম ময়না, ফজলুর রহমান, বিএনপি নেতা জহরুল হক খোকন, মহসিন গাজী, সাইদুল ইসলাম, হেকমত আলী, কাজী আব্দুর রহিম, শামসুল বিশ্বাস, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হাসান ও আব্দুল লতিফ জাকির হোসেন প্রমুখ। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মী, সাবেক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুঃসময়ে থেকেও দলকে আগলে রেখেছেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন, জেল খেটেছেন। তাদের বাদ দিয়ে স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার লোকদের নিয়ে কমিটি গঠন করেছে। এটি দলের জন্য লজ্জাজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত। তারা আরও বলেন, এই কমিটি আমরা মানি না, মানব না। যতক্ষণ পর্যন্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। বক্তারা মৌতলা ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের দিয়ে পুনর্গঠন করার জন্য কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
আরো সংবাদ
নাটোরের গোরস্থানে পাওয়া গেলো মাগুরার ইটভাটার ম্যানেজারের লাশ!
- Oct 27 2025 12:57
কালিগঞ্জের নাজিমগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- Oct 27 2025 12:57
কালিগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পর্যায়ের দায়িত্বশীল সমাবেশ
- Oct 27 2025 12:57
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





