Image

হোয়াইট হাউসে হামলা চালানোর সক্ষমতা আছে: ইরানি এমপি

সোলাইমানির হত্যার প্রতিবাদে হোয়াইট হাউসে হামলা চালানোর হতে পারে বলে হুশিয়ারি প্রকাশ করেছেন ইরানি এমপি আবু ফজল আবু তোরাবি।

সোমবার ইরানি বার্তা সংস্থা লেবার নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে হামলা চালাতে পারে ইরান।

রোববার ইরানের ওই এমপি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতেই জেলারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান।

তিনি বলেন, আমরা হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের যোগ্য জবাব দিতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে।

মানবকণ্ঠ/এফএস