Image

পাইকগাছায় আবু মুছা বাহিনীর বিরুদ্ধে লতা ইউনিয়নবাসী মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের নির্দেশে আওয়ামী দোসর আবু মুছা বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪ টায় লতা ইউনিয়নবাসীর ব্যানারে স্থানীয় কাঠামারী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে আবু মুছা বাহিনীর কর্তৃক লতা ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রাদয়ের উপর নির্যাতন, লুটপাট, অত্যাচার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদেশ্যে পৌর সভা বিএনপির আহ্বায়ক ও যুগ্ন-আহ্বায়ক, উপজেলা যুবদলের সদস্য সচির ও লতা উনিয়নের সিনিয়র সহ সভাপতি সাবেক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা ও বানোয়াট মানববন্ধনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কমিশনার মোঃ ইমরান হোসেন, লতা ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহমি গাজী, দেলুটি ইউনিয়নের সাবেক সভাপতি সুজিত কুমার মন্ডল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ জাহিদুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক বিশ্বজিৎ সাধু, সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস, লতা ইউনিয়নের সাবেক সহ-সাধারন সম্পাদক মাসুদ মোল্যা, লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়ারুল গাজী।

উক্ত মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম ওমর ফারুক মিঠু।