Image

সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৪০, আহত ২০০

মার্কিন হামলায় নিহত ইরানের রেভোলিউশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও ২০০ জন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জেনারেল সোলাইমানির নিজ শহর কেরমানে দাফনের আগে অনুষ্ঠিত জানাজায় লাখ লাখ শোকার্ত মানুষের ঢল নামে। সেখানেই হঠাৎ হুরোহুরি লাগায় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রায়াত্ত টেলিভিশনের বরাত দিয়ে ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ডেইলি মেইল।

মঙ্গলবার সকাল থেকেই সোলাইমানির নিজ শহরে হাজার হাজার শোকার্ত মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। এছাড়া তেহরান, কুয়াম, মাশহাদ ও আহভাজ শহরেও মানুষের ঢল নেমেছে।

দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কলিভান্দ বলেন, শোকমিছিলে অংশ নিয়ে বেশ কিছু লোক আহত হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন।

এর আগে সোমাবার সোলাইমানির জানাজা উপলক্ষে রাজধানী তেহরানের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছিল।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার ভোরে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় মারা যান ইরানের রেভুলেশনারি গার্ড কোরের শীর্ষনেতা কাসেম সোলাইমানি।  তারপর থেকেই ইরান-মার্কিন সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে।  নিয়মিতভাবে তাদের মধ্যে হুমকি পাল্টা হুমকির আদান-প্রদাণ চলছে।

মানবকণ্ঠ/এসকে