Image

গত বছর ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত

চলতি বছর ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ১৫ লাখের মাইলফলক উদযাপন করতে গতকাল মঙ্গলবার তিন মুক্তিযোদ্ধার হাতে ভিসা তুলে দেন ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ। পাঁচ বছর মেয়াদের মাল্টিপল এন্ট্রির ভিসা দিয়ে ১৫ লাখের কোটা পূরণের পর আরো দুই মুক্তিযোদ্ধাকে দেয়া হয় পরবর্তী দুটি ভিসা।

যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে অনুষ্ঠানে হাই কমিশনার বলেন, যে কোনো দুই দেশের সম্বন্ধের মধ্যে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ, যেটাকে আমরা পিপল টু পিপল ডিপ্লোমেসি বলি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের ভিসা লিবারাইজেশন প্রসেস যেটা, সেটা সহজ হওয়ায় আসা-যাওয়াটা খুব বেড়েছে। এটাকে আমরা খুব স্বাগত জানাচ্ছি।

হাই কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ১৪ লাখ ৫০ হাজার ও ২০১৭ সালে ১৩ লাখ ৮০ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছিল ভারত। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ১৮ লাখ ৬৩ হাজার ২৭৮, যুক্তরাজ্যের ১৩ লাখ ৬৯ হাজার ৫৪৮, কানাডার চার লাখ ৭৮ হাজার ২২৮, শ্রীলঙ্কার চার লাখ ৫১ হাজার ৭৩৬, অস্ট্রেলিয়ার চার লাখ ৪৪ হাজার ৩৩, মালয়েশিয়ার চার লাখ ১১ হাজার ৫০, রাশিয়ার তিন লাখ ৭৭ হাজার ৮৩, চীনের তিন লাখ ৭৫ হাজার ৪৪৯ ও জার্মানির তিন লাখ ৬০ হাজার ৮৪৩ নাগরিক ভারত ভ্রমণ করেন। ভারতে বিদেশি পর্যটকের ৬৫ দশমিক ৬১ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে।

মানবকণ্ঠ/এইচকে