
পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন জাপানি মন্ত্রী
- Jan 16 2020 10:01
জাপানের পরিবেশ বিষয়ক মন্ত্রী শিনজিরো কইজুমি পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন। ঘোষণা দিয়ে জাপানের কোনো মন্ত্রীর পিতৃত্বকালীন ছুটি নেয়ার এটাই প্রথম নজির।
কইজুমি বলছেন, তার সন্তান পৃথিবীর আলো দেখার প্রথম মাসের মধ্যে দু'সপ্তাহের ছুটিতে যেতে চাচ্ছেন তিনি। চলতি মাসের শেষদিকেই তার সন্তান জন্ম নিতে পারে।
জাপানের পুরুষ এবং নারী প্রত্যেকেই সন্তানের জন্ম উপলক্ষে কাজ থেকে এক বছর পর্যন্ত বিরতি নিতে পারেন, অর্থাৎ এক বছরের পর্যন্ত ছুটি নেয়ার বিধান তাদের রয়েছে। কিন্তু কাজের চাপের কারণে ২০১৮ সালে মাত্র ৬ শতাংশ বাবা এ ছুটি নিয়েছেন, মায়েদের ক্ষেত্রে এ হার ৮২ শতাংশ।
৩৮ বছর বয়সী কইজুমি সাংবাদিকদের বলেছেন, সন্তান জন্মদানের পর মায়েদের যে সময়টা সবচেয়ে কঠিন যায়, সেই সময়টাতে দু'সপ্তাহের ছুটি নেবেন তিনি। তবে তিনি তার দাফতরিক কাজকে গুরুত্ব দেবেন সবার আগে। আরও বেশি ইমেইল ব্যবহার করে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেছেন তিনি। তবে সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে তিনি উপস্থিত থাকবেন।
কইজুমি পিতৃত্বকালীন ছুুটি নেবেন বলে গতবছর প্রথম ঘোষণা দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
শিনজিরো কইজুমিকে জাপানের রাজনীতির উদিয়মান তারকা বলে মনে করা হয়। জাপাানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমির দ্বিতীয় ছেলে তিনি।
আরো সংবাদ
কালিগঞ্জে বেড়াতে এসে পুকুরে ডুবে দেবহাটার শিশুর মৃত্যু
- Jan 16 2020 10:01
সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- Jan 16 2020 10:01
শ্যামনগরে কৃষি উপকরণ বিতরণ
- Jan 16 2020 10:01
কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গাচাষীর মৃত্যু
- Jan 16 2020 10:01
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July