Image

ইবি আইন অনুষদের নতুন ডিন হালিমা খাতুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের প্রফেসর ড. হালিমা খাতুন। ডিন হিসেবে প্রফেসর ড. রেবা মন্ডলের মেয়াদ শেষ হওয়ায় আগামী ২ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়। সোমবার সকালে আইন অনুষদের সেমিনার কক্ষে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব হস্থান্তর করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা।

বিদায়ী ডিন প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ মামুন, আইন বিভাগের প্রফেসর ড. জহুরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন নাহার, আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি আনোয়ারুল ওহাব, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মেহেদী হাসান প্রমুখ।

মানবকণ্ঠ/আরবি