Image

কালিগঞ্জের নলতায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও রচনা প্রতিযোগিতা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সুফী সাধক, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হজরত খানবাহাদুর আহছনউল্লা (র.) এর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জের নলতায় বৃক্ষরোপণ, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নলতা আহছানিয়া মিশন দারুল উলুম ফাজিল মাদ্রাসার এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা পাক রওজা শরীফের খাদেম মোঃ আব্দুর রাজ্জাক।

প্রভাষক শুভ্র রেজা'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি এনামুল হক, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি সাইদুর রহমান, খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মোঃ মনিরুল ইসলাম প্রিজম, নলতা কেন্দ্রীয় মিশনের কার্যনির্বাহী সদস্য আনিছুজ্জামান খোকন প্রমুখ।

এর আগে বৃক্ষরোপন কর্মসূচি, প্রতিষ্ঠানে হৃদয়ে আহছান কর্ণার উদ্বোধন, পীর কেবলার জীবনের উপর কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বক্তারা হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবনাদর্শন, ধর্মচর্চা, শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা, জন্মসার্ধ শতবার্ষিকী ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।