Image

কালিগঞ্জে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৯তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা

আহাদুজ্জামান আহাদ: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফে অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সর্বজন শ্রদ্ধেয় ছুফী সাধক, সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৫৯তম তিনদিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ৯,১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওরছ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১ টা হতে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ¦ মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্জ মো. সেলিমউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ আবু তৈয়ব আবু আহম্মেদ, সহকারী অধ্যাপক আলহাজ্জ মাওলানা ওসমান গণি (ঢাকা), কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য শিক্ষক আলহাজ্জ আবুল ফজল, নলতা শরীফ শাহী মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা আবু সাঈদ প্রমুখ। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. মুজিবর রহমান, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, মিশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।