Image

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরী বধূর আত্মহত্যা

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে সোনিয়া পারভীন (১৮) নামে এক কিশোরী গৃহবধূ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনিয়া পারভীন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী এবং উপজেলা সদরের বাজারগ্রামের রাইসুল ইসলামের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পিতার বাড়িতে অবস্থানকালে সোনিয়া পারভীনের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী মফিজুল ইসলামের ঝগড়ার সূত্রপাত হয়। সোমবার রাত ১১ টার দিকে শ^শুরবাড়ি থেকে চরদাহ গ্রামে নিজ বাড়িতে চলে যায় মফিজুল।
স্বামী চলে যাওয়ার পর শয়নকক্ষের আড়ায় ওড়নার সাহায্য ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সোনিয়া পারভীন। পরবর্তীতের পরিবারের সদস্যরা সোনিয়া পারভীনের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।