Image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

শেখ ইকবাল আলম বাবলু: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৯ আগস্ট) সকালে সারা দেশে একযোগে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় মোট ১১০ জনকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। চতুর্থ ধাপে ১১০ টি ঘর প্রদান করা হয়েছে। উপজেলার কুশুলিয়া ইউনিয়নে ৪২ টি, মথুরেশপুর ইউনিয়নে ২৮ টি, কৃষ্ণনগর ইউনিয়নে ২৪ টি, চাম্পাফুল ইউনিয়নে ১২ টি এবং ধলবাড়িয়া ইউনিয়নে ৪ টি ঘর হস্তান্তর করা হয়। মোট ২ লাখ ৮৯ হাজার ৫শ’ টাকা ব্যয়ে প্রতিটি আধাপাকা গৃহ নির্মাণ করা হয়েছে যার মধ্যে রয়েছে রঙিন টিনের ছাউনিবিশিষ্ট দু’টি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি ইউটিলিটি স্পেস। এর আগে উপজেলায় আরও ২৬১ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে জমির দলিল ও ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দীপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন প্রমুখ। ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো তাদের আশ্রয়স্থল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।