সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- Jun 10 2024 15:29
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের অবসরজনিত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজারীহাট স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. বাবর আলীর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, হাজারীহাট স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন কাজল, জ্যেষ্ঠ প্রভাষক মো. রফিকুল ইসলাম, খন্দকার শহীদুজ্জামান, কাজী মো. জিয়াউর রহমান, মো. আব্বাস আলী, আব্দুল মোকাদ্দেস সিদ্দিকী, নার্গিস পারভীন, সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল মতিন ও মো. শফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
শেষে প্রতিষ্ঠানটির অবসর যাওয়া বিদায়ী সহকারী শিক্ষক কমলেশ কুমার চক্রবর্তী ও অফিস সহায়ক আজিজুল ইসলামকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজ আহমেদসহ গত ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে জিপিএ -৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মায়েদেরও পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সুধীজন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
সৈয়দপুর বিজ্ঞান কলেজের সাফল্য: মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৫৩ শিক্ষার্থী
- Jun 10 2024 15:29
সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jun 10 2024 15:29
বাগেরহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jun 10 2024 15:29
বাগেরহাটে বিএনপি নেতা মোস্তাফিজের বহিষ্কারাদেশ প্রত্যারের দাবিতে বিক্ষোভ
- Jun 10 2024 15:29
রামপালে হুড়কা ইউপি'র ডিজিটাল সেন্টারে দূর্ধর্ষ চুরি
- Jun 10 2024 15:29
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July