সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত
- Jun 12 2024 13:57
অনলাইন ডেস্ক: সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে, সাতক্ষীরা সদর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর সহযোগিতায় ম্যানগ্রোভ সভাঘরে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ পবিত্র মোহন দাস এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাসদ এর জেলা কমিটির সহ-সভাপতি ও পিস এ্যাম্বাসেডর অধ্যক্ষ আশেক-ই-এলাহী্। সভায় ওয়াই.পি.এ.জি এর গঠনতন্ত্র ও ওয়াই.পি.এ.জি’র দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট ,বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ। সভায় উপস্থিত ছিলেন পিএফজি সাতক্ষীরা জেলা মহিলা দল এর সভানেত্রী এবং পিএফজি এম্বাসেডর ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং পিএফজি এম্বাসেডর কাজী আকতার হোসেন, সাংবাদিক এবং পিএফজি এম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল । সার্বিক তত্ত্বাবধানে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির এবং ফিল্ড কো-অর্ডিনেটর মো: আবু তাহের। ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ২০ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল। শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন ও শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে ওয়াই পি এ জি কমিটির মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে কাজ করার অঙ্গীকার করেন। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) কাজী সাদিকুজ্জামান দ্বীপ এবং শিখা দাশকে যুগ্ম সমন্বয়কারী ও নির্মল গাইনকে সমন্বয়কারী করে ২০ সদস্য বিশিষ্ট ওয়াই.পি.এ.জি প্ল্যাটফর্ম গঠন করা হয়।
আরো সংবাদ
শ্যামনগরে ওসমান হাদির মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া
- Jun 12 2024 13:57
শ্যামনগরে পথ নিয়ে বিরোধ ছুরিকাঘাতে নিহত ১, আটক ৯
- Jun 12 2024 13:57
সৈয়দপুরে শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা
- Jun 12 2024 13:57
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






