Image

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডুমুরিয়ার মাগুরখালিতে প্রস্তুতি সভা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক  রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রোববার আনন্দ মিছিল সফল করার লক্ষ্যে ডুমুরিয়ার মাগুরখালী বিএনপি'র উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার বিকালে স্থানীয় কে এম মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি অরুণ গোলদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।

 

ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সরদার আব্দুস সালামের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শেখ মুস্তায়িন, ফজর আলী সরদার,ইউপি সদস্য ভাবেন্দ্রনাথ বালা, কাত্তিক সরদার,সাইকুল ইসলাম, বাবলু সানা সমীরণ রায়,সুভাষ মন্ডল, সুশান্ত মন্ডল, সঞ্চয় মন্ডল, মহিলা দলনেত্রী লতিকা রানী রায়, তাপস বালা, বনশ্রী তরফদার, দীলিপ মল্লিক, শান্তনু রায়, মোঃ শাকিব হোসেন মিন্টু, গৌতম রায, প্রিতিশ সরকার, দিপংকর রায়, শ্রাবন্তী ঘোষ উর্মিলা মন্ডল, বীনা রানী সানা প্রমুখ।