কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডা. রুহুল হক এমপি
- Jul 31 2024 11:59
আরাফাত আলী: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৪৪ আসনের এমপি এসএম আতাউল হক দোলন ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখর মেহেদি হাসান সুমন।
অতিথিবৃন্দ বলেন, কালিগঞ্জের মাটি সোনা। এখানে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হয়। সারা বাংলাদেশের মধ্যে বাগদা চিংড়ি উৎপাদনে সাতক্ষীরা জেলা প্রথম স্থান দখল করে আছে। কিন্তু সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করে অনেক মৎস্য খামারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে মাছ চাষের জন্য চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তি সরবরাহ এবং প্রদর্শনী খামার স্থাপন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ, জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তিমূলক ব্যবস্থ্য গ্রহণ ইত্যাদি কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে কালিগঞ্জ মৎস্য সম্পদে উদ্বৃত্ত উপজেলায় পরিণত হয়েছে। উপজেলায় ১৫ হাজার টন চিংড়ি উৎপাদনের বিপরীতে বাৎসরিক ১৮ হাজার টনে উপনীত হয়েছে। সমৃদ্ধি এ ধারা অব্যাহত রাখতে পরিবেশ-বান্ধব উৎপাদন ব্যবস্থাপনা, সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ ও বৈচিত্রকরণ জোরদার করা হবে।৷
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এনামুল হোসেন ছোট প্রমুখ।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।#
আরো সংবাদ
সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jul 31 2024 11:59
বাগেরহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jul 31 2024 11:59
বাগেরহাটে বিএনপি নেতা মোস্তাফিজের বহিষ্কারাদেশ প্রত্যারের দাবিতে বিক্ষোভ
- Jul 31 2024 11:59
রামপালে হুড়কা ইউপি'র ডিজিটাল সেন্টারে দূর্ধর্ষ চুরি
- Jul 31 2024 11:59
কালিগঞ্জে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ১
- Jul 31 2024 11:59
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July