ডুমুরিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
- Dec 28 2025 06:56
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার আঠারমাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ১ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮ টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের আঠারমাইল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায় সকাল ৮ টার দিকে তালা উপজেলার জালালপুর গ্রামের মধুসূদন চক্রবর্তীর ছেলে দেবাশীষ চক্রবর্তী (৩৫), এবং একই উপজেলার জেঁঠুয়া গ্রামের মোক্তার খাঁর ছেলে আতিয়ার রহমান (৫০) সাতক্ষীরা হ-১৩-১১২৮-নম্বর মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিলেন।পথিমধ্যে মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছুলে চুকনগর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী অজ্ঞাত নম্বরের দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে সাজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ভেঙ্গেচুরে রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় আঘাত পেয়ে মোটরসাইকেল আরোহী দেবাশীষ চক্রবর্তীর হাত, পা মাথা মুখো মন্ডল ভেঙ্গে চুর্ণবিচুর্ণ হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালাক আতিয়ার রহমান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও চুকনগর হাইওয়ে থানা পুলিশ হতাতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানা পুলিশের এস আই শিমুল মন্ডল। তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত এবং আহতকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
আরো সংবাদ
ডুমুরিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
- Dec 28 2025 06:56
সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করলেন এসিল্যাণ্ড
- Dec 28 2025 06:56
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ২৪ ইলেকট্রিক ডেটনেটর উদ্ধাৱ
- Dec 28 2025 06:56
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





