সৈয়দপুরে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম শুরু
- Oct 01 2024 14:52
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর উপজেলায় পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নে একযোগে এ টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
সকালে কামারপুকুর ইউনিয়নের পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায় জানান, পিপিআর ছাগলের একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার বেশি। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এ রোগ থেকে ছাগল ও ভেড়াকে মুক্ত রাখা সম্ভব। তিনি জানান, প্রাণিস্বাস্থ্যের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওআইই) ২০৩০ সালের মধ্যে সকল দেশকে পিপিআর মুক্তকরণের কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে একযোগে ছাগল ও ভেড়াকে পিপিআর টিকাদান শুরু করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ১ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রায় ৬৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে গণটিকা প্রদান করা হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার পাঁচটি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সকাল ৭টা থেকে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম চলবে বলে জানান তিনি।
আরো সংবাদ
ডুমুরিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
- Oct 01 2024 14:52
সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করলেন এসিল্যাণ্ড
- Oct 01 2024 14:52
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ২৪ ইলেকট্রিক ডেটনেটর উদ্ধাৱ
- Oct 01 2024 14:52
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






