
দেবহাটায় আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- Nov 29 2024 13:19
জিএম আব্বাস উদ্দীন: আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ২৯শে (নভেম্বর) সকাল ১০টা হইতে, বিকেল ৩টা পর্যন্ত ছিনেডাঙ্গা সারর্স স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজন করেন চিনেডাঙ্গা আল-মুসলিম যুব সংঘ। রোগী দেখেন আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এম ডি ডাঃ মুশফিকুর রহমান এম বি বি এস( ঢাকা) বিসি এস (স্বাস্থ্য) সার্জারি এফ সি পি এস (ফাইনাল) সার্জারি পিজিটি -অর্থপেডিক্স, হেপাটো -বিলয়ারী ইউরোলজি, সিসিডি (ডায়াবেটিস) বারডেম, মেডিকেল অফিসার সার্জারি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। গাইনি বিশেষজ্ঞ ডাঃ স্মৃতি নুর আজলিনা এম বি বি এস (ভিইউ) পিজিটি (গাইনী এন্ড অবস) ডি এম ইউ (আল্ট্র)সিসিডি (বারডেম) মেডিকেল অফিসার আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক। ডাঃ আল-মামুন ডি,এম,এফ, (ঢাকা) প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এবং আই সি ডি আর, বি ইনস্টিউটিউট ঢাকা। উপস্থিত ছিলেন হাফেজ জি এম আব্বাস উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক ভোমরা স্থলবন্দর প্রেসক্লাব, চিনেডাঙ্গা আল -মুসলিম যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক তৈয়েব গাজী,অর্থ সম্পাদক মকবুল হোসেন গাজী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২৬০ জন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
আরো সংবাদ
আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
- Nov 29 2024 13:19
সুনামগঞ্জে কৃষক দলের যুগ্ম আহবায়ককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
- Nov 29 2024 13:19
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- Nov 29 2024 13:19
পাইকগাছায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস
- Nov 29 2024 13:19
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July