
বাগেরহাটে লাশ নিয়ে অপপ্রচার, বিচার দাবিতে পুলিশ সুপার বরাবর অভিযোগ বাগেরহাট
- Feb 07 2025 11:52
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: মৃত ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন এক ভুক্তভোগী। বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের নজরুল ইসলাম বাবুর স্ত্রী রেক্সনা বেগম(৫০) বাদী হয়ে এ অভিযোগ করেন ।
কালদিয়া এলাকার মৃত ইয়াকুব আলী শেখের ছেলে জিল্লুর রহমান (৪৫), কেশবপুর এলাকার হাসেম শেখের ছেলে কামাল শেখ (৫০) ও তার ভাই রুহুল আমিন বাবু (৫৫) এবং চিরুলিয়া বিষ্ণুপুর এলাকার মুনসুর মোল্লার ছেলে হাসিব মোল্লার (৫০) বিরুদ্ধে তিনি এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে রেক্সোনা বেগম বলেন , একই এলাকার জিল্লুর রহমান এর সাথে আমার স্বামী নজরুল ইসলাম বাবুর জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। মঙ্গলবার ৩ ফেব্রæয়ারি ভোর বেলায় জিল্লুর রহমানের আপন বড়ভাইয়ের লাশ নিয়ে ঢাকা থেকে আত্মীয়-স্বজনেরা বাড়িতে নিয়ে আসে। মেহমানদের বসার জন্য আমার সেমিপাকা ঘরের ও আমার বসত বাড়ির গেট খুলে দেই। পরবর্তীতে প্রতিবেশী ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে লাশের জানাজা ও দাফন কার্য সম্পাদন করা হয়। কিছুক্ষণ পর সকলে চলে গেলে স্থানীয় বিএনপি নেতা কামাল শেখ লোকজন নিয়ে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ঘরের দরজায় একটি তালা ঝুলিয়ে চাবি নিয়ে যায় এবং সে সময় পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয় তারা।
এদিকে কামাল শেখের ভাই রুহুল আমিন বাবু এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে অপপ্রচার চালাতে থাকে। আমরা ও আমাদের আত্মীয়-স্বজন পরিচিত জন সকলেই বিব্রত বোধ করে। আমাদের সামাজিকভাবে হেয় করবার জন্য মিথ্যা পোস্ট দিয়ে আমাদের মান-সম্মান ক্ষুন্ন হয়।
ইতিপূর্বেও তারা আমাদের বাড়িতে এসে গেট ভাঙচুর করেছে। পরিবারের সবাইকে হুমকি দিয়েছে। বর্তমানে ওয়ার্ড কমিটির নির্বাচনকে কেন্দ্র করে কামাল শেখ তার ভাই রুহুল আমিন বাবুসহ স্থানীয় কয়েকজন ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারপর থেকেই তারা আরো ক্ষিপ্ত হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদ আরিফ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
শ্যামনগরে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের উঠান বৈঠক
- Feb 07 2025 11:52
সৈয়দপুরে ১৪টির ৮ টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৬৭ জন
- Feb 07 2025 11:52
শ্যামনগরের ইউএনওকে পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
- Feb 07 2025 11:52
শ্যামনগরে হস্তশিল্প মেলা ও নারী সমাবেশ অনুষ্ঠিত
- Feb 07 2025 11:52
শ্যামনগর-ভেটখালী মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
- Feb 07 2025 11:52
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July