Image

ডুমুরিয়ার কাঁঠালতলায় অজ্ঞাত নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাতনামা এক নারীর অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা স্কুলের পেছন থেকে অজ্ঞাত ওই নারীর অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, উপজেলার কাঁঠালতলা স্কুলের পেছনে অজ্ঞাত এক নারীর অর্ধ পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের চেষ্টা করে। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি, জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

লাশ শনাক্তকরণের জন্য স্থানীয়দের দেখানো হয়েছে। কিন্তু তারা কেউ ওই নারীর মরদেহ শনাক্ত করতে পারেননি। তার মুখের আকার বোঝা যাচ্ছে না। সুরতহাল রিপোর্ট প্রস্তুতি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অন্য কোথাও হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে এখানে এনে তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।