Image

ডুমুরিয়ায় আলী আজগর লবি: "সংখ্যালঘু বলতে কিছু নেই"

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বচনে খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন,সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই। হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। ধর্ম যার যার উৎসব সবার। জন্মসূত্রে আমরা সবাই বাংলাদেশী। ফলে সংখ্যালঘু বলতে কিছু নেই! তিনি আরও বলেন আপনাদের ঐকান্তিক চেষ্টা এবং ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপির সরকার গঠন করে ডুমুরিয়ার প্রত্যান্ত অবহেলিত জনপদের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ মন্দিরসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মন্দিরের উন্নয়নে সরকারি অনুদানের জন্য জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি রোববার রাত ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের চন্ডিপুর মন্দির কমপ্লেক্সে আয়োজিত অষ্টপ্রহার ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক অসিত বরণ মণ্ডল। বিএনপি নেতা শেখ মোস্তায়িনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন,জেলা যুবদল সভাপতি ইবাদুল হক রুবায়েদ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক,হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ মন্ডল,ইউনিয়ন বিএনপি'র সভাপতি অরুন গোলদার,বিজ্ঞানী ড.মন্ডল হরেন্দ্র নাথ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় রায়।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,নামযজ্ঞ কমিটির সাধারণ  সম্পাদক সুভাষ চন্দ্র মোহন্ত,সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুজিত মল্লিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন মল্লিক, ইন্সপেক্টর প্রদ্যুৎ মন্ডল, সেকশন অফিসার দেবব্রত সরকার, কুয়েত সহকারী অধ্যাপক সুবাষীস মন্ডল,বিএনপি নেতা আব্দুস সালাম সরদার,হেমায়েত রশিদ খান,ইউপি সদস্য ধর্মদাস রায়,গোপাল হালদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম,পরিমল কান্তি সরকার সরোজ কান্তি মন্ডল রবীন্দ্রনাথ বিশ্বাস চিত্তরঞ্জন মন্ডল নারায়ণ চন্দ্র মন্ডল নিরোধ বিহারী মন্ডল জ্যোতিষ চন্দ্র সরকার, সুজিত বিশ্বাস প্রমুখ।