Image

পাইকগাছার কপিলমুনিতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতার সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার কপিলমুনিতে স্ত্রী-সন্তানের হাতে বারংবার শারীরীকভাবে লাঞ্ছিত হয়ে উল্টো মিথ্যাচারের মুখে সোমবার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বয়োবৃদ্ধ এক পিতা নওয়াব আলী গাজী। কপিলমুনি প্রেসক্লাবের হলরুমে সকাল ১১ টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নওয়াব আলী গাজী তার বড় ছেলে নাজমুল হোসেন ও তার স্ত্রী ছবুরা বেগমের বিরুদ্ধে এ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে তার অভিযোগ, গত ২৬ এপ্রিল শনিবার দুপুর ১২ টায় তাদের বড় ছেলে নাজমুল ইসলাম তার মাতা মোছাঃ ছবুরা বেগমকে পটিয়ে কপিলমুনি সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবী করেন, গত ১১ এপ্রিল বড় ছেলে নাজমুল ও তার স্ত্রী তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানি হয়েছে। এমনকি সেদিন সম্পূর্ণ ঘটনার আংশিক চিত্র প্রকাশ করা হয়। এছাড়া সেদিন নাজমুল নাকি তার মায়ের নির্দেশে আমাকে মারপিট করে বাড়ি থেকে বিতাড়িত করে। প্রকৃত পক্ষে তার স্ত্রী ছবুরা বেগম নিরক্ষর দাবি করে তিনি জানান, ধুরন্দর বড় ছেলে নাজমুল তার