Image

শ্যামনগরে জমির বিরোধে সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুর রহিম গাজীর স্ত্রী সাজিদা খাতুন সংবাদ সম্মেলনে জানান, তিনি শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের জে,এল ৮১ নং মুন্সীগঞ্জ মৌজায় ২৪৯৫ নং খতিয়ানে ১১১২ নং দাগে ০৮ (আট) কাঠা বসত ভিটায় পরিবার পরিজন নিয়ে বসবাস করেন।অথচ একই এলাকার মৃত ফকির গাজীর ছেলে দাউদ আলী গাজী ও তার ছেলে রেজাউল ইসলাম দীর্ঘদিন যাবৎ এ বসত ভিটা দখলের হুমকি দিয়ে আসছে। গত ইং- ২৭/০৪/২০২৫ তারিখে মৃত মুনসুর সরদার পুত্র বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে একই এলাকার  মজিবর, মোসলেম গাজী ও হরিনগর গ্রামের খালেক, রেজাউল ইসলাম ও তার পিতা দাউদ আলী গাজী, তার স্ত্রী রিজিয়া বেগম ও রেজাউলের স্ত্রী মঞ্জুয়ারা বেগম দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসত ভিটায় প্রবেশ করে। এ সময় বিভিন্ন  গাছ-গাছালি কেটে ক্ষতিগ্রস্থ করে এবং  বসত ভিটায় জোর পূর্বক ঘেরা বেড়া দেয়। তাদের এহেন অন্যায় কাজে বাধা দিতে গেলে সাজিদা খাতুন কে খুনজখম করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

অসহায় দরিদ্র সাজিদা খাতুনের শেষ আসল সম্বলটুকু রক্ষার দাবীতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।