Image

আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসের হেডক্লার্কের বিদায়জনিত সংবর্ধনা

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসের হেডক্লার্ক শেখ আকরাম হোসেনের বিদায়জনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী।

অন্যানোর মধ্যে মোহরার দীনেশ কুমার মল্লিক, আব্দুস সামাদ,রবেন বৈদ্য, দলিল লেখক আহসান হাবিব, দীপংকর কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম, রাবিদ মাহমুদ চঞ্চল, আয়ুব আলী, বরুন চন্দ্র মন্ডল (কাজল), কৃষ্ণপদ মন্ডল, স্ট্যাম্প ভেন্ডার  এয়াকুব আলী সানা, নকলনবীশ নির্মল কুমার সরকার, মোঃ আছাফুল কবীর, বিজন কুমার, নাজমুল হোসেন, দিগন্ত তরফদার, অফিস সহায়ক ইউনুস আলী, মামুন হোসেন, রফিকুল ইসলাম বাকা প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান থেকে বিদায়ী হেডক্লার্কের হাতে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখকদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।