Image

ইমাম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে আলেম সমাজের মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : ঢাকা গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সৈয়দপুরের সর্বস্তরের সুন্নী জনতার ব্যানারে শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেসক্লাবের ওই কর্মসূচি পালন করা হয়। এতে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম, পীর মাশায়েকসহ সুন্নী ও সাধারণ জনতা অংশ নেন । 

ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পীরজাদা মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী । মাওলানা শাহজাদা আশরাফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জব্বার রিজভী, মাওলানা সৈয়দ রাহাতুল আশেকিন, মাওলানা মোরশেদুল ইসলাম নূরী রেজভী, মাওলানা মমিনুল ইসলাম রেজভী, মাওলানা হাফেজ রেজওয়ান কাদেরী, মুফতি হামিদ জামাল আশরাফী, স্যৈয়দ মমতাজ রাসুল কাদেরী এবং হাফেজ আব্দুল ওয়াহিদ আশরাফী। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, নাদিম আশরাফী, মারগুব আশরাফী, মুফতি রাসেল বারকাতিসহ আহলে সুন্নাতের অনুসারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মতের অমিল থাকায় একজন ইমামকে পাষবিক নির্যাতনে মেরে ফেলা মেনে নেওয়া যায় না। তারা বলেন, নতুনভাবে স্বাধীন দেশে এখনো বৈষম্য রয়েই গেছে। আর এই বৈষম্য করছে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোষররা। গাজীপুরে মব তৈরি করে একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার না হলে সুন্নি সমাজ আবারও ৫ আগস্টের মতো রাজপথে নামতে বাধ্য হবে। তারা বলেন, ইসরাইল ও ভারতের বিরুদ্ধে অহিংস মতবাদ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমাবেশে অংশ নেওয়ার কারনেই মওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আবার দাবি জানান। অন্যথায় আগামী শুক্রবার বাদ নামাজে জুমা বিক্ষোভ সমাবেশসহ লাগাতার কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।