Image

ডুমুরিয়ার চুকনগরে তেলবাহী লরীর ধাক্কায় দুই পথচারী নারী নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার চুকনগরে তেলবাহী লরীর ধাক্কায় চাকায় সাথে পিষ্ট হয়ে দুই জন পথচারী নারি ঘটনা স্থলে নিহত হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে চুকনগর-যশোর সড়কের ডুমুরিয়া থানাধীন আটলিয়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন (৪৮) ও ফজর আলি সরদারের স্ত্রী রোকেয়া বেগম রকি(৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহতরা রাস্তা পারা পারের জন্য সড়ক পাশে দাঁড়িয়ে ছিলেন। পথিমধ্যে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী বেপরোয়া গতির (নওগাঁ-ঢ- ০৮-০০০২) তেলবাহী লরী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই জন পথচারীকে ধাক্কা দিলে চাকায় সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের করুণ মৃত্যু হয়। 

খর্নিয়া হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক চালক পালিয়ে গেছে। মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রযেছে।