Image

ঈমানের সাথে রাজনীতি করতে হবে, কোন অন্যায়, সহ্য করা হবে না: বেবী নাজনীন

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কোন অন্যায় অপকর্ম সহ্য করা হবে না। আমরা আমাদের দলকে কলঙ্কিত হতে দিবো না। যারা অনিয়মের সাথে জড়িত থাকবে, নিজ দায়িত্বে তাদেরকে চিহৃিত করতে হবে। তিনি বলেন,শহীদ জিয়ার আদর্শে ঈমান ও সততার সাথে রাজনীতি করতে হবে। 

গতকাল ১ মে (বৃহস্পতিবার)  বেলা ১১ টায় সৈয়দপুরে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে ওই আলোচনা সভার আয়োজন করে। 

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সৈয়দপুর জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক। আলোচনা সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি,বিএনপি নেতা ও সাবেক এমপি আলহাজ্ব শওকত চৌধুরী। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, মাইক প্রচার ও অপারেটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ, নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা মোকসেদ আলী, অটোবাইক শ্রমিক ইউনিয়ন নেতা আনোয়ার হোসেন প্রমুখ। 

সভায় প্রধান অতিথি বেবী নাজনীন আরও বলেন, 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের মর্যাদার আসনে বসিয়েছিলেন। কারণ দেশের অর্থনীতির চাকা তাদের মাধ্যমেই ঘোরে। তিনি বলেন, বিদেশ থেকে আমাদের দেশে যেসব রেমিটেন্স আসে তা শ্রমিক ভাইদের কারণে। 

বেগম খালেদা জিয়াকে উপদেষ্টা বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিগত ১৭ বছরে শ্রমিকদের কন্ঠরোধ করে রেখেছিল, তাদের শ্রমের কোন মূল্য দেয়নি তারা। আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই জানিয়ে বেবী নাজনীন বলেন, আওয়ামী লীগ বিএনপি সহ কৃষক,শ্রমিক জনতার ওপর যে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে সেসবের বিচার একদিন বাংলার মাটিটে করা হবে। তিনি বলেন আমাদের নেতা তারেক রহমানের সুচিন্তিত মতামত ও তাঁর নেতৃত্ব দক্ষিন এশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এজন্য তিনি দক্ষিণ এশিয়ার জনপ্রিয় লিডারের পরিচিতি পাচ্ছেন। এটা আমাদের দেশ ও দলের জন্য সত্যিই গর্বের। বলেন তিনি',। শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায় সেজন্য তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফায় বিস্তারিত দেওয়া আছে। এসব ৩১ দফা বাস্তবায়ন হলেই আগামির বাংলাদেশ হবে উন্নয়ন আর অগ্রগতির। 

প্রধান বক্তার বক্তব্যে আব্দুল খালেক বলেন,১৭ বছরের অপশাসনে আওয়ামীলীগ শ্রমিক সহ কোন সাধারণ মানুষকে রাস্তায় নামতে দেয়নি। তাদের হাতে হতে হয়েছে হামলা ও নির্যাতনের শিকার। আমাদের অনেক শ্রমিক ভাইকে হত্যা করা হয়েছে।

তাদের জুলুমের জবাব তারা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা স্বাধীনভাবে রাজপথে কথা বলতে পারছি। আর এসব হয়েছে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের কারণে। আর এ আন্দোলনে শ্রমিক ভাইয়েরাও ছিল সামনের সারিতে। তাই আজকের এ দিনে দেশের সকল শ্রমিক ভাইদের জানান সশ্রদ্ধ সালাম। তিনি বলেন, শহীদ জিয়ার ১৯ দফায় শ্রমিকদের কথা বলা হয়েছে। শ্রমিকদের নিয়ে কাজ করেছেন শহীদ জিয়া। কাস্তে কোদাল হাতে নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। আব্দুল খালেক বলেন, শ্রমিকদের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। তাই তাদেরকে সম্মান করতে হবে।  পাশে থাকতে হবে সবসময়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জেলা শ্রমিক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি হাফিজ খান, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুবনেতা সুজাল হক সাজু, কামরান উদ্দিন, নাদিম রেজা, স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেন, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার,  তাঁতীদল নেতা জুয়েল বাবু, জিয়া মঞ্চের আহবায়ক মোহাম্মদ আলীসহ বিএনপি, শ্রমিক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সৈয়দপুর ছাড়াও বগুড়ার শিল্পীরা অংশ নেন। 

এরআগে সকালে বিএনপি কার্যালয়ে জাতীয় ও শ্রমিক দলের পতাকা উত্তোলন করা হয়। পরে  শহরের বাংলা হাইস্কুল মাঠ থেকে দিবসের বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। এতে শ্রমিক দলের আওতায় ২২ টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

এদিকে সৈয়দপুরের অন্যান্য শ্রমিক সংগঠনগুলো নানা আয়োজনে দিবসটি পালন করে। 

এসবর মধ্যে ছিল, শহীদ মিনারে শহীদ স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন,র‍্যালী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নতমানের খাদ্য পরিবেশন।