
নীলফামারীতে প্রধান কার্যালয়ের নামে সাইনবোর্ড, প্রতিবাদে সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন
- May 02 2025 14:06
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: প্রতিষ্ঠাকালীন থেকে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-২২০) প্রধান কার্যালয় সৈয়দপুরে। সেখান থেকে গোটা জেলার সংগঠনের কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে পরিবহন শ্রমিকের বৃহৎ সংগঠন নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র। এবার সংগঠনটির প্রধান কার্যালয় নীলফামারীতে দেখিয়ে সেখানে একটি অবৈধ সাইনবোর্ড টাঙানো হয়েছে। আর এতে ফুঁসে উঠেছে পরিবহন শ্রমিকরা। করা হয়েছে মানববন্ধন কর্মসূচি।
গতকাল শুক্রবার (২ মে) বিকেলে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ: ২২০) প্রধান কার্যালয়ের নামে অবৈধ সাইনবোর্ড টাঙানোর প্রতিবাদে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির ব্যানারে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি চলে। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা মো. মমতাজ আলী প্রমুখ।
মানববন্ধনে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মো. আইনুল হুদা, ক্রীড়া সম্পাদক মো. স্বপন, কোষাধ্যক্ষ মনছুর আলী এমাদিসহ বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, নীলফামারী জেলার প্রাণ কেন্দ্র হচ্ছে সৈয়দপুর। এ কারণে সৈয়দপুরের গুরুত্ব বিবেচনায় এখানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়টি বিগত ১৯৭৮ সালে স্থাপিত হয়। সেই থেকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কার্যালয়টি থেকে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সার্বিক কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত ১৩ ফেব্রুয়ারি সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনের পর কতিপয় স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে সংগঠন নিয়ে কঠিন একটি চক্রান্ত শুরু করেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই মহলটি নীলফামারীতে একটি উপকমিটি গঠন করেছিল। সে সময় সংগঠনের শ্রমিকদের কল্যাণের বিপুল পরিমাণ অর্থ তছরুপ করেছে তারা। তারা এখনও নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
একইসাথে তারা গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে (মহান মে দিবস) নীলফামারী বাস টার্মিনালে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের নামে পৃথক একটি সাইন বোর্ড টাঙানো হয়। তাদের এমন অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে নীলফামারী জেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনকেও বিষয়টি মৌখিকভাবে জানানো হয়।
বক্তারা বলেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়টি দীর্ঘদিন যাবৎ সৈয়দপুর থেকে পরিচালিত হওয়া সত্ত্বেও কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি সংগঠনটি নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ওই ষড়যন্ত্র কোন দিনও সফল হবে না। কারণ নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় আগে থেকেই সৈয়দপুর থেকে পরিচালিত হচ্ছে, আগামীতেও তা এখান থেকে পরিচালিত হবে।
বক্তারা নীলফামারী বাস টার্মিনালে টাঙানো নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের নামে টাঙানো বোর্ড অবিলম্বে অপসারণের দাবি জানান। অন্যথায় আগামীতে সকল শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
আরো সংবাদ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৩ বখাটে গ্রেপ্তার
- May 02 2025 14:06
সৈয়দপুরে সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর
- May 02 2025 14:06
কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
- May 02 2025 14:06
সার্চ কমিটি গঠনে অনিয়ম: কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিবাদ সভা
- May 02 2025 14:06
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July