
সৈয়দপুরে মেধাবী ৮০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
- May 17 2025 16:30
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণির সেরা ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন এক লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শিখনঘর টিউটোরিয়াল হোমের উদ্যোগে এ বৃত্তি প্রদান হয়। গতকাল শনিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে সৈয়দপুর উপজেলায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিখনঘরের পরিচালক ও সহায়ক মোস্তাফিজুর রহমান মিলন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তার, মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ও সাংবাদিক রেজা মাহমুদ, আল-ফারুক একাডেমির সহকারি শিক্ষক ও সাংবাদিক শাহবাজ উদ্দিন সবুজ নীলফামারী সদরের সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক আজিজুর রহমান আরমান এবং রংপুর ক্যাডেট কোচিং সৈয়দপুর শাখার ব্যবস্থাপক আবু হানিফা ইবনে সামিউল নোমান। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য বলেন পার্বতীপুরের বেনীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়াহিদা আকতার। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাবিয়া মোবাশ্বেরা ও তুলসীরাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জাহান শশী। পরে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
শিখনঘরের পরিচালক ও সহায়ক মোস্তাফিজুর রহমান মিলন জানান এর আগে ২০২৪ সালের ২০ ডিসেম্বর বৃত্তি প্রদানের লক্ষে মেধা যাচাই পরীক্ষা নেওয়া হয়। স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ওই মেধা যাচাই পরীক্ষায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে ১০ শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। তাদের মধ্যে সেরা ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়।
আরো সংবাদ
১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
- May 17 2025 16:30
মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
- May 17 2025 16:30
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক
- May 17 2025 16:30
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July