
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুরে ৩৫ সাংবাদিকবাহী বাস খাদে
- May 18 2025 17:06
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের রিভারাইন বিজিবি’র বয়ারসিং ভাসমান বিওপি উদ্বোধনের খবর সংগ্রহের পর ঢাকা ফেরার পথে তালার মির্জাপুর এলাকায় ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন রোববার বিকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠির মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। সবশেষ খবর অনুযায়ী প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকরা সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নে অবস্থান করছিলেন। তবে বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে ঢাকার সাংবাদিকদের দেখতে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে না দেওযায় তারা ব্যাপক উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন বাংলাভিশনে এস এম ফয়েজ, সময় টিভির মাসুদুর রহমান প্রমুখ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সংগ্রহের জন্য ঢাকা থেকে ৩৫ জনের সাংবাদিক টিম সাতক্ষীরায় এসেছিলেন। পরে তারা সুন্দরবন সফরে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী বাসটি তালার মির্জাপুরের ইসলামকাঠির মোড়ে পৌছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটির নাম্বার- ঢাকা মেট্রো-ব ১১০৪-৬১।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। রাস্তার দুরবস্থা ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে খবর পাওয়া মাত্র বিজিবির একটি ইউনিট, পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম, তালা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়েছিল।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দীন জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।
আরো সংবাদ
১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
- May 18 2025 17:06
মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
- May 18 2025 17:06
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক
- May 18 2025 17:06
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July