Image

কালিগঞ্জের নলতায় সমাজকল্যাণ পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আরিজুল ইসলাম, নলতা থেকে: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সমাজকল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্বনলতা জামে মসজিদে শুক্রবার রাত সাড়ে ৭টায় এ সভার আয়োজন করা হয়।

নলতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আশরাফ হোসেনের সভাপতিত্বে ও নলতা সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মাওলানা কাজী মুজাহিদুল আলম, ,মাওলানা আজিজুল ইসলাম, নলতা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুর রহমান সেলিম, মাস্টার মোঃ আকবর হোসেন, মোঃ রফিকুল ইসলাম রেজা, মোঃ শাহ সিদ্দিক, মোঃ মাসুদ ইবনে মনির, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান প্রমুখ।

সাধারণ সভায় নলতায় সমাজকল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।