
সৈয়দপুরে ব্যাপক নিরাপত্তায় পবিত্র আশুরা পালিত
- Jul 06 2025 13:35
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে: সৈয়দপুরে আজ রবিবার (৬ জুলাই) ১০ মহররমের স্মৃতি বিজড়িত ঘটনাকে স্মরণ করে ধর্মপ্রাণ মুসলমানরা ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালন করেছে পবিত্র আশুরা। শাহাদায়ে কারবালা প্রান্তরে ঘটে যাওয়া হৃদয় বিদারক হত্যাযজ্ঞ দিনটি আজও ধর্মপ্রাণ মুসলিম জাতির কাছে স্মরণীয় ও শোকাবহ। ইসলাম কায়েম ও শান্তি রক্ষায় হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাঃ) ও পরিবারসহ অনুসারীরা এই দিনে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হযরত ইমাম হুসাইন ( রাঃ ) ও অন্যান্যদের আত্মত্যাগ যা কালের সাক্ষী হয়ে আজও বহন করে আসছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। এ কারণে মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসটি সৈয়দপুরেও যথাযথ মর্যাদায় নানা আনুষ্ঠানিকতায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন আয়োজন করে মিলাদ মাহফিল। আশুরার তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সর্বস্তরের মানুষের মাঝে শরবত বিতরন ছাড়াও অসহায় দুস্থদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসব চলে গভীররাত পর্যন্ত।
সুত্র জানায়, মহররম মাসে চাঁদ দেখার সাথে সাথে আশুরার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশেষ করে মহররমের ৭ তারিখ থেকে মুল আনুষ্ঠানিকতা শুরু হয়। ওইদিন শহরের প্রতিটি ইমামবাড়ায় গিয়ে দুলদুল ঘোড়ার সাজে সজ্জিত হয় মানতি পাইকেরা। নতুন নতুন পোশাক পরিধান করে নিয়াজ ফাতেহার মাধ্যমে সেখানকার খলিফাদের (মুরুব্বি) কাছে পাইক বাঁধেন। পরে শিশু থেকে শুরু করে সববয়সী মানুষজন দলবেঁধে প্রতিকী শাহাদায়ে কারবালায় গিয়ে দোয়া করেন। আজ
রবিবার (৬ জুলাই) ১০ মহররম আশুরার সকাল থেকে হাতিখানাস্থ প্রতিকী শাহাদায়ে কারবালায় যাওয়া আসা করা মানুষজনকে শরবত খাওয়ানো হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানতি পাইকরা কারবালায় গিয়ে দোয়া প্রার্থনার মাধ্যমে পাইক খুলে স্বাভাবিক জীবনে ফিরে আসে।
দিবসটিতে শহরের পার্বতীপুর সড়কের শিয়া সম্প্রদায়ের ইমামবাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে বিকেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সববয়সী শিয়া সম্প্রদায়ের মানুষজন তাদের উত্তরসূরীদের কৃতকর্মের জন্য মহান আল্লাহতায়ালার কাছে ক্ষমা চেয়ে বুক চাপড়িয়ে মাতম ও শোকর্যালী বের করে। শিয়া সম্প্রদায়ের সংগঠন আঞ্জুমানে আব্বাসিয়ার আয়োজনে এটি তাদের ইমামবাড়া থেকে বের হয়ে পার্বতীপুর মোড় পর্যন্ত গিয়ে পুণরায় ইমামবাড়ায় গিয়ে শেষ করে।
এদিকে আশুরা উপলক্ষে প্রতিটি পাড়া মহল্লার ইমামবাড়াগুলো আলোকমালায় সজ্জিত করা হয়। সেখানে সববয়সী নারী-পুরুষের ভীড় দেখা গেছে। এদের অনেককেই মান্নত পুরণ করতে মিষ্টি, আটার তৈরী রুটি দিয়ে মলিদা ও শরবত ফাতেহা করতে দেখা গেছে। মহরম কমিটির উদ্যোগে প্রতিটি ইমামবাড়ায় বসানো হয় তাজিয়া। বিভিন্ন নকশা ও কারুকার্য্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তাজিয়াগুলো। এবারে সৈয়দপুর শহরে ইমামবাড়ায় ৪৬ টি তাজিয়া তৈরি করা হয়েছে। সেখানে মধ্যরাত পর্যন্ত চলে ঢোল বাজানো ও নানারকমের খেলা। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে হয়েছে মহররমের বিভিন্ন খেলা। পবিত্র আশুরা উপলক্ষে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে স্মরণীয় শাহাদায়ে কারবালাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় নয় মহররম থেকে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে তাদের দায়িত্ব পালনে। অপরদিকে, মহররমকে কেন্দ্র করে শহরের প্রতিটি ইমামবাড়ায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।
আরো সংবাদ
এক বছরেও গ্রেফতার হয়নি ডুমুরিয়ার চেয়ারম্যান রবির খুনি
- Jul 06 2025 13:35
অল্পদিনেই আশার আলো দেখিয়েছে 'ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি'
- Jul 06 2025 13:35
সৈয়দপুরে ব্যাপক নিরাপত্তায় পবিত্র আশুরা পালিত
- Jul 06 2025 13:35
পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে: আমিরুল কাগজী
- Jul 06 2025 13:35
সাতক্ষীরা-৩: মানুষের সেবা করতে চান স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা ইয়াছিন
- Jul 06 2025 13:35
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July