Image

ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে সিমেন্ট বোঝাই ট্রাক

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় চুকনগর-যশোর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে বসত বাড়ির উপর উঠে গেছে অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই বাড়ির গৃহবধু আয়শা বেগম। শুক্রবার  ভোর সাড়ে ৫ টার দিকে  ডুমুরিয়া উপজেলার নরনিয়া কাটাখাল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মোংলা থেকে ৮০০ বস্তা বসুন্ধরা সিমেন্ট বোঝাই করে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলো (যশোর-ট-১১-৪২১৭) নম্বরের ট্রাকটি। ৫০ মেট্রিকটন লোড সম্পন্ন ট্রাকটি হেলপার দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। চালকের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নরনিয়া ব্রিজের রেলিং ভেঙে রাস্তার ডান পাশে আহম্মদ সরদারের বসতবাড়ির উপর উঠে পড়ে ট্রাকটি। ওই বাড়ির গৃহবধু আয়শা বেগম জানান, ফজরের নামাজ পড়ে চালসহ অন্যান্য সামগ্রী নিয়ে রান্না ঘরে আসি। কিছুক্ষন পরে গাড়ির বিকট শব্দ শুনে দ্রুত ঘর থেকে সরিয়ে পড়ি। ট্রাকের চাপায় আমাদের রান্নাঘর ও বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘরে থাকা আসবাবপত্র ও খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে। 

শুক্রবার দুপুর থেকে ট্রাকের সিমেন্ট অন্য একটি ট্রাকে লোড করছিলো। এসময় চালক মো: মিলন শেখ জানান, ট্রাকটি হেলপার মন্টু হোসেন চালাচ্ছিলেন। স্টিয়ারিং হেলপারের কাছে দিয়ে তিনি (চালক) পাশের সিটে ঘুমাচ্ছিলেন।

একই জায়গায় গত বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়াগামী আরো একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিং ভেঙে ঝুলে পড়ে। বর্তমানে কালভার্টি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার ইনচার্জ এসআই শিমুল বলেন অতিরিক্ত বোঝাই বহন করা একটি অপরাধ। ক্ষতিগ্রস্থ পরিবারের আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।