শীত জেঁকে বসায় কাহিল সৈয়দপুরের জনজীবন, সংকট শীতবস্ত্রের
- Jan 05 2026 14:36
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : উত্তরাঞ্চলের জনপদে দিন দিন শীতের মাত্রা বাড়ছে। জানুয়ারির শুরু থেকে তা তীব্র হয়ে উঠছে। ফলে নীলফামারীর সৈয়দপুরেও শীত জেঁকে বসেছে । গত শুক্রবার থেকে সূর্যের আলো দেখা মিলছে না। সন্ধ্যা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা জনপদ। গতকাল সোমবার (৫ ডিসেম্বর) সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুরের জনপদ জুড়ে বয়ে যাওয়া কনকনে হিমেল বাতাসে শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছে নিম্ন আয়ের দিনমজুর, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষরা। এতে করে কর্মজীবী ছাড়া ঘরের বাইরে মানুষের চলাচল কমে গেছে। শীতে মানুষ কাতর হলেও সরকারি শীতবস্ত্র বরাদ্দ তেমন পর্যাপ্ত নয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে কমপক্ষে ২০ হাজার হতদরিদ্র পরিবার রয়েছে। অথচ অধিকাংশ দরিদ্র মানুষ এখনও শীতবস্ত্র পায়নি। সরকারি তথ্যমতে উপজেলায় অভাবি মানুষের জন্য বরাদ্দ মিলেছে মাত্র ৬৮৪ পিস কম্বল। এসব কম্বল কিছু কিছু অভাবি মানুষের মাঝে বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ফলে শীতবস্ত্রের অভাবে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। আর বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণে তেমন জোরালো উদ্যোগ দেখা যাচ্ছে না।
এলাকার সাবেক জনপ্রতিনিধিরা অভিযোগে জানান, প্রতিবছরই শীত মৌসুমে হতদরিদ্র মানুষের দুর্ভোগ বাড়ে। আমরা দায়িত্বে থাকলে বিভিন্নভাবে শীতবস্ত্র সংগ্রহ করে তা বিতরণ করতাম। কিন্তু এখন আমরা কোন ভূমিকা রাখতে পারছিনা। তবে ব্যক্তিগতভাবে আমরা সাধ্যমত শীতবস্ত্র বিতরণ করছি। প্রশাসনের উচিত চাহিদা মত শীতবস্ত্র বিতরণে উদ্যোগ নেওয়া।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, চলমান শৈত্য প্রবাহের কারণে হঠাৎ করে এ অঞ্চলে শীত বেড়ে গেছে। সোমবার (৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা দিন দিন আরও কমবে এবং ঠান্ডার সঙ্গে কুয়াশা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শীতবস্ত্রের অভাবে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার লোকজন চরম বেকায়দায় পড়েছেন। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় মানুষের পাশাপাশি গবাদিপশু ও পশুপাখিরাও ঠান্ডার কবলে পড়ে কষ্ট পাচ্ছে। গরিব-অভাবী, ছিন্নমূল ও নিন্ম মধ্যবিত্ত্ব মানুষরা পুরনো গরম কাপড়ের দোকানে ছুটছেন। ঠান্ডা থেকে বাঁচতে পুরাতন গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। তবে দাম বেশি হওয়ায় তাঁরা সেভাবে কিনতে পারছে না।
অনেকে গবাদিপশুর কষ্ট লাঘবে গায়ে চটের বস্তা জড়িয়েছেন। ছাগলের গায়ে দিয়েছেন পুরনো সোয়েটার। শীত থেকে রক্ষা পেতে মানুষজন খড়কুটো জ্বালিয়ে শরীর তাপিয়ে নিচ্ছেন। গতকাল সোমবার গ্রাম এলাকা ছাড়াও শহরের পাড়া মহল্লায় মানুষজনকে দেখা গেছে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। ঠান্ডার কারণে দিন আয়ের কর্মজীবীদের কাজ করতে কষ্ট হচ্ছে। লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সূর্যের দেখা মিলছে না কখনও। ফলে প্রচন্ড ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন।
এদিকে শীত মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে বিমানের শীতকালীন সিডিউলে পরিবর্তন আনা হয়েছে। বিমান চলাচল করছে বেলা ১১ পর থেকে। তারপরেও শিডিউল বিপর্যয় দেখা দিচ্ছে।
এদিকে শীতের কারণে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। শীতজনিত রোগে বয়স্কদের পাশাপাশি শিশুরা আক্রান্ত হচ্ছে বেশী। প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে শিশু রোগীদের ভীড় বেশী দেখা গেছে।
জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, সরকারিভাবে বরাদ্দ ৬৮৪ পিস কম্বল ও ২ লাখ টাকা পাওয়া গেছে। প্রাপ্ত কম্বল মুলতঃ এতিম ও হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দের ৪০০ পিস শীতবস্ত্র পাইপ লাইনে রয়েছে বলে জানান তিনি।
আরো সংবাদ
শীত জেঁকে বসায় কাহিল সৈয়দপুরের জনজীবন, সংকট শীতবস্ত্রের
- Jan 05 2026 14:36
বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ডুমুরিয়ার শরাফপুরে দোয়া অনুষ্ঠান
- Jan 05 2026 14:36
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





