Image

ফিরলেন লাকমল বাদ পেরেরা

আগামী রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা। হারারেতে শুরু হতে যাওয়া সেই টেস্টের আগে দল ঘোষণা করেছে দলটি।

১৫ সদস্যের লঙ্কান দলে ফিরেছেন ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল। লঙ্কানদের সর্বশেষ পাকিস্তান সফরে ডেঙ্গু জ্বরের কারণে খেলতে পারেননি তিনি। তবে বাদ পড়েছেন ব্যাটসম্যান পেরেরা। এই সফরে দ্বিতীয় টেস্টও হারারেতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না।

শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারতেœ (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলডেনিয়া, লাহিরু কুমার, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লক্ষণ সন্দাকান, সুরঙ্গা লাকমল।

মানবকণ্ঠ/এআইএস