
দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল গেল সৈয়দপুরের দল
- Dec 26 2024 13:13
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ ২০২৪-২০২৫ মৌসুমের টূর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের একটি দল। নেপালের পোখারা শহরের রংশালা স্টেডিয়ামে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর পৌরসভার পৌর প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. নুর- ই- আলম সিদ্দিকী।
মতবিনিময় সভায় বক্তব্য বলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সিনিয়র সহ সভাপতি ও সৈয়দপুর কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে ক্রিকেট সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর-ই- আলম সিদ্দিকী নেপালের উদ্দেশ্যে যাওয়া দলটির সফলতা কামনা করে বলেন, আমাদের সংগঠনের দলটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা চাই আমাদের খেলোয়াড়েরা ভালো খেলা উপহার দিয়ে বরাবরের মতো এবারও নেপালের টূর্ণামেন্টে আমাদের দল চ্যাম্পিয়ান হবে।
তিনি দলের জন্য সবধরণের সহযোগিতা দিবেন বলে ঘোষণা দেন। সভায় আমন্ত্রিত বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট ফেডারেশনের পক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেট দলের সফলতা কামনা করে তাদের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন। দলটি যদি চ্যাম্পিয়ান হয়ে দেশে ফিরলে সৈয়দপুরবাসীর পক্ষ থেকে ব্যাপক আয়োজনে তাদেরকে বরণ করা হবে বলে ঘোষনা দেন। মত বিনিময় শেষে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্লেজার ও জার্সি উন্মোচন করা হয়। পরে সকলে অংশ নেন ফটোসেশনে। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আওরঙ্গজেব সহ অন্যান্যরা। মতবিনিময় সভায়,জানানো হয় আগামি ২৮ ডিসেম্বর ২৪ থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত চলা ওই টূর্ণামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সৈয়দপুরের দলটি। শুক্রবার বিকেলে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও দলের ম্যানেজার মো. শওকত হায়াত শাহ, সাধারণ সম্পাদক ও দলের কোচ মো. শাকিল এবং কর্মকর্তা তোফায়েল মো. আজমের নেতৃত্বে সৈয়দপুর ত্যাগ করবে ১৩ সদস্যের দলটি।
শনিবার(২৮ ডিসেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে নেপালে যাবেন তারা। দলের অন্যান্যরা হলেন মোহাম্মদ কায়ছার (অধিনায়ক), মো. ইজাহার আহমেদ,মো. নাসিম,মো. ইয়াসিন আহমেদ,মো. মোস্তাফিজুর রহমান, মো. আরিফুল ইসলাম রিজু,মো. শাহ আলম রাসেল,মো. ইমরান হোসেন,মো. হাসনাইন কবির ও আশিক হোসেন।
উল্লেখ্য, প্রায় ২৮ বছর আগে ১৯৯৬ সালে প্রথম গঠণ করা হয় বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশন। দেশের খ্যাতিমান ক্রীড়া সংগঠক ও সৈয়দপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব প্রয়াত নেছার আহমেদ সংগঠনটি গড়ে তোলেন। এটি গড়ে তোলার পর আন্তর্জাতিক পর্যায়ে প্রথম খেলা সৈয়দপুরে অনুষ্ঠিত হয়।
বর্তমানে সংগঠনের হাল ধরে আছেন প্রয়াত নেছার আহমেদের পুত্র মো. শাকিল, ক্রীড়া সংগঠক শাবাহাত আলী সাব্বু, হাজী আওরঙ্গজেব, শওকত হায়াত শাহ অন্যান্যরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সৈয়দপুরের দলটি পর পর তিনবার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশ রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান।
আরো সংবাদ
সৈয়দপুরে পল্লীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- Dec 26 2024 13:13
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৪ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর
- Dec 26 2024 13:13
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Dec 26 2024 13:13
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Dec 26 2024 13:13
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July