Image

স্বর্ণের ভরি ৬০ হাজার টাকা ছাড়াল

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দর আরেক দফা বেড়ে প্রতি ভরি ৬০ হাজার টাকা ছাড়িয়েছে।  প্রতি ভড়ি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।  আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অব্যাহত দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।  আগামীকাল রোববার থেকে সারাদেশে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

মানবকণ্ঠ/এসকে